চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. মামুন নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবলীগ নেতার বিরুদ্ধে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

