ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ব্র্যাক। মঙ্গলবার (২৭ আগস্ট) ধামরাই থানায় এ কার্যক্রম শুরু হয়। এতে সংগঠনের বহু কর্মী অংশ নেন।
সংস্থাটি জানায়, ব্র্যাকের গ্লোবাল ফান্ড পরিচালিত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ব্র্যাক ধামরাই শাখার উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান বেস্ট ডান ফোরামের সহযোগিতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। এই অভিযান চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মির্জা শফিকুল আলম, ব্র্যাকের জলবায়ু ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবা আক্তার প্রিয়াঙ্কা, বেস্ট ডান ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা অংশ নেন।
ব্র্যাকের জলবায়ু ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবা আক্তার প্রিয়াঙ্কা বলেন, “কর্মসূচির মূল উদ্দেশ্য স্থানীয় জনগণকে সচেতন করা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধ করা।”
বেস্ট ডান ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ অভিযানের মাধ্যমে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়সহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।”
ইউএনও মামনুন আহমেদ অনিক বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।”
একুশে সংবাদ/ঢা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

