AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে সড়কে ধান শুকাতেই ব্যবস্থা নিলেন প্রশাসন



চট্টগ্রামে সড়কে ধান শুকাতেই ব্যবস্থা নিলেন প্রশাসন

বোয়ালখালী উপজেলায় গাড়ি চলাচলের রাস্তায় ত্রিপাল বিছিয়ে ধান শুকাতে দিয়ে সমস্যার সৃষ্টি করেছিলেন স্থানীয় এক ব্যক্তি। এতে সড়কে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছিল।

মোবাইল কোর্ট পরিচালনা করতে যাওয়ার পথে বিষয়টি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর নজরে আসে। তিনি নেমে পড়েন রাস্তায় ধান শুকাতে দেওয়া মালিককে খুঁজে বের করতে। মালিককে বাধ্য করা হয় সড়ক থেকে ধান সরিয়ে নিতে। উপজেলার ব্যস্ততম কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কে এই ঘটনা স্থানীয়দের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, বিএসটিআইয়ের একটি দল নিয়ে তিনি উপজেলা সদর থেকে কানুনগোপাড়া হাওলা সড়ক ধরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যাচ্ছিলেন। হাজীরহাট এলাকায় একটি রাইস মিলের সামনে দেখেন, সড়কের অর্ধেকেরও বেশি অংশে ত্রিপাল বিছিয়ে ধান শুকানো হয়েছে।

তিনি বলেন, “এটি একটি ব্যস্ততম রাস্তা, যেখানে হরদম গাড়ি চলাচল করে। সেখানে ধান শুকাতে দেওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। ধানগুলোকে পাশ কাটিয়ে গাড়ি চালাতে গিয়ে সমস্যা হচ্ছিল। গাড়ি আটকে যাচ্ছিল, আবার দুর্ঘটনারও সম্ভাবনা ছিল।”

সহকারী কমিশনার কানিজ ফাতেমা আরও বলেন, “স্থানীয়রা ধানের মালিককে খুঁজেছিলেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। শেষমেষ তার বাড়িতে লোক পাঠিয়ে তাকে খুঁজে আনা হয়। তাকে ধানগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের ‘কাণ্ডজ্ঞানহীন’ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।”

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!