নওগাঁর পত্নীতলায় ভেটেরিনারি ব্যবহৃত বিভিন্ন ঔষধের ভুয়া কারখানায় প্রায় তিন লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। পরে ওই মালিককে ৪৮ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত বিভিন্ন ঔষধ উদ্ধার করে নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার নজিপুর পৌর এলাকার নতুনহাট মোড়ের একটি ভাড়া বাসায় এসব কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলো প্রতারক চক্রটি। সরকারি অনুমোদনবিহীন ভুয়া কারখানার অভিযুক্ত মালিক দম্পতি হামিদুর রহমান ও সাবিনা ইয়াসমিন হিরার কাছ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। জানা যায়, তাদের বাড়ি জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকায়। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশীষ কুমার দেবনাথ।
জব্দকৃত ভুয়া ঔষধের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, পশুর ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রণ ইত্যাদি। এগুলো রাজধানীর ঢাকাসহ পাকিস্তানের লাহোরের নাম ঠিকানা সম্বলিত মোড়কজাত প্যাকেটে, নামী ও দামী কোম্পানির নামে বাজারে বিক্রি করা হতো। সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে এই চক্র দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করছিল।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

