AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা



জুড়ীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসহাক আলী, এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ মুহিবুর রহমান।

প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবলু সূত্রধর।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা এবং ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহীদ, আব্দুল মান্নান এবং মোঃ সেলিম আহমদ প্রমুখ।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জন সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে যত্নশীল হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে ভালো ফলাফলের বিকল্প নেই। ভালো ফলাফলের জন্য রুটিন অনুযায়ী নিয়মিত পড়ালেখা করা জরুরি। এছাড়া তিনি প্রযুক্তির কুফল সম্পর্কে সচেতন থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আরিশা রহমান তানিশা।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!