AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু



জীবননগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের মন্ডলপাড়ায় সাপের কামড়ে বিলকিস খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিস বেগম একই গ্রামের কওসার আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে বাড়ির কাজ শেষে ঘুমাতে যান বিলকিস বেগম। আনুমানিক রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার গলায় কামড় দেয়। এ সময় অসুস্থ হয়ে পড়লে স্বামী তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে এন্টিভেনম না থাকায় দ্রুত ফার্মেসি থেকে কিনে একটি ডোজ দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর আমরা পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!