AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
১২:৩৩ পিএম, ২৬ আগস্ট, ২০২৫

মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে জলদস্যুতের হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গত সোমবার (২৫ আগস্ট) মুন্সিগঞ্জে পুলিশের টহল সদস্যদের লক্ষ্য করে নৌ-ডাকাতদল গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলি প্রায় ত্রিশ মিনিট স্থায়ী হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, গজারিয়ায় লুট করা অস্ত্র ব্যবহার করে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি হুঁশিয়ারি দেন, খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না। এছাড়া বলেন, এই এলাকায় ভূমিদস্যুদের সংখ্যা বেশি হওয়ায় সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং খাল দূষণকারী ও দখলকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “খালের পাড় যেন দখল না হয়, সে জন্য ঢালাই করা হবে।”

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!