AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে মহারাণী স্বর্ণময়ীর ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত



উলিপুরে মহারাণী স্বর্ণময়ীর ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ীর ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজারে ছুটিরপাতা সাহিত্য পত্রিকার আয়োজনে পত্রিকার নিজস্ব কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দিবসের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং মহারাণীর আত্মার মাগফেরাত কামনা করে ছুটিরপাতা সাহিত্য পত্রিকার ৯ম বর্ষ, ১ম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।

ছুটিরপাতা সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা। বিশেষ অতিথি ছিলেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নগেন্দ্র নাথ সরকার এবং অবসরপ্রাপ্ত সহকারী কৃষি অফিসার জাবেদ আলী প্রমুখ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইতিহাসে মহারাণী স্বর্ণময়ী ছিলেন শিক্ষা, সমাজকল্যাণ ও দানশীলতার এক উজ্জ্বল প্রতীক। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে নারী হয়েও তিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন, সমাজ পরিবর্তনের অগ্রদূত হয়ে। উলিপুরে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা এবং আধুনিক নগরায়ন বিনির্মাণে মহারাণী স্বর্ণময়ীর অবদান অনস্বীকার্য। অথচ তাঁর মৃত্যুবার্ষিকী বা কোন প্রকার স্মরণসভার আয়োজন প্রায়ই হয় না, যা অত্যন্ত দুঃখজনক।

তাঁর অবদান কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না; ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোও ছিল তাঁর জীবনের অঙ্গ।

তাঁরা আরও বলেন, “মহারাণী স্বর্ণময়ীর জীবন থেকে আমরা শিখি—মানবতার জন্য নিরলস দান ও কাজই একজন মানুষকে যুগের পর যুগ স্মরণীয় করে রাখে।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!