কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ইমরানুল হক হিমেল (৩২) নিহত হওয়ায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২৪ আগস্ট) রাতে সদর মডেল থানায় নিহত হিমেলের মা হালিমা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সদর উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদকে প্রধান আসামি করা হয়েছে। আসামির তালিকায় নাম এসেছে ৫৭ জনের, এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
সদর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের ধরতে অভিযান চলছে। তিনি আরও বলেন, তদন্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ মিললে মামলায় অস্ত্র আইন যুক্ত করা হবে।
গত শুক্রবার দুপুরে সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে হিমেল নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন। নিহত হিমেল ওই এলাকার হবি মিয়ার ছেলে ও যুবদল নেতা রাজনের অনুসারী ছিলেন।
হিমেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনের অনুসারীরা বিকেলে এমদাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেন।
এ ঘটনার পরদিন শুক্রবার রাতেই জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস ও এমদাদকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে জেলা যুবদল সভাপতি খশরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের কাছে কেন্দ্রীয় কমিটির নির্দেশে লিখিত ব্যাখ্যা চাইতে বলা হয়েছে।
জেলা যুবদল সভাপতি জিএস শরীফ বলেন, এটা যুবদলের কোনো বিষয় নয়, ব্যক্তিগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে। সংগঠনের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সশরীরে উপস্থিত হয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দেব।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে