নওগাঁর মান্দায় দেড় বছর বয়সী রাফিয়া আক্তার বিষের বোতলের ঢাকনা মুখে দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘাটকৈর গ্রামের মো. আরমান হোসেনের মেয়ে রাফিয়া সকালে বাড়ির বারান্দায় খেলছিল। এ সময় হামাগুড়ি দিয়ে এক কোণে রাখা বিষের বোতলের ঢাকনা মুখে দেয়। কিছু সময়ের মধ্যে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং মুখ দিয়ে লালা বের হতে থাকে। পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। প্রথমে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শিশুর দাদা মো. আব্দুল হামিদ (৫৮) মান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং তারা কোনো মামলা-মোকদ্দমা করবেন না।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকলেও ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে