খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। তিনি পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের ইউনিটের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন সমস্যার বিষয়ে মতামত শুনেন এবং সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সকে শৃঙ্খলা, সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেন। এছাড়া তিনি পুলিশ সদস্যদের কল্যাণে সর্বদা সৎ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ সদস্যদের বিনোদনের জন্য অটলটিলা পুলিশ ক্যাম্পে ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ক্যারাম বোর্ড, এবং মানিকছড়ি ফোরেনার্স চেকপোস্টে ক্যারাম বোর্ড প্রদান করা হয়। এছাড়া জেলার বিভিন্ন ইউনিটের চাহিদা অনুযায়ী স্টেশনারি ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হয়। সভার শেষে দুই জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/খা.প্র/এ.জে