AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাফ নদ থেকে আবারও ৭ জেলে অপহৃত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৬:১৫ পিএম, ২৫ আগস্ট, ২০২৫

নাফ নদ থেকে আবারও ৭ জেলে অপহৃত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে আবারও একটি মাছ ধরার ট্রলারসহ সাত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) বেলা ১১:৩০ টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায়, সাগর থেকে মাছ ধরার পর ট্রলার ফেরার পথে। জেলেদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।

ট্রলারমালিক ও জেলেদের বরাত দিয়ে বলা হয়েছে, গত ২০ দিনে ৪০ জেলে এবং ছয়টি ট্রলার-নৌকাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। গত তিন দিনে একা ৩৩ জেলে অপহরণের শিকার হয়েছেন।

ট্রলার মালিকের ছেলের নাম উমর ছিদ্দিক, ট্রলারে সাতজন মাঝিমাল্লা ছিলেন। ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে অপহরণের সময় ঘটনা জানান। জেলেদের এরপর মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২৪৪ বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছে। এর মধ্যে ১৮৯ জেলে এবং ২৭টি ট্রলার-নৌকা বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় ফেরত আনা হয়েছে।

 

একুশে সংবাদ/কা.বে/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!