AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পূর্বের আহবায়ক কমিটি ভেঙে, নির্বাচনের দাবি ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৬:১৬ পিএম, ২৪ আগস্ট, ২০২৫

পূর্বের আহবায়ক কমিটি ভেঙে, নির্বাচনের দাবি ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের

সারা বাংলাদেশের প্রায় চার শতাধিক ব্যবসায়ীদের নিয়ে গঠিত বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশনের তলবী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক ব্যবসায়ীর উপস্থিতি দেখা গেছে এই সভায়। সভায় স্বচ্ছতা ও দ্রুত নির্বাচনের দাবি করেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এর কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে সংগঠনটি।

তলবী সভায় টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শামীম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, মোহাম্মদ ফয়সাল আহামেদ ও মোহাম্মদ উজ্জল হোসেন। এছাড়া মানিকগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোঃ অহিদুজ্জামানসহ বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রায় দুই বছর আগে গঠিত আহবায়ক কমিটি এখন পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের কোনো সঠিক হিসাব প্রকাশ করতে পারেনি। এতে কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও কমিটি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং অনিশ্চয়তা ও অস্বচ্ছতা তৈরি হয়েছে।

এ সময় নেতৃবৃন্দরা একক কণ্ঠে দাবি তোলেন, সংগঠনের কার্যক্রম সুষ্ঠ ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় সদস্যদের মধ্যে আস্থাহীনতা বাড়বে এবং সংগঠনের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।

সভায় উপস্থিত একাধিক নেতা বলেন, বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই এই সংগঠনকে জবাবদিহিতা, স্বচ্ছতা ও নির্বাচনের মাধ্যমে শক্তিশালী করা জরুরি। সভার আলোচনায় প্রস্তাব গৃহীত হয়, শিগগিরই নির্বাচন আয়োজনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে এবং সকল সদস্যকে সেই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি তোলেন আগত সদস্যরা।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!