বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম আলীকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতির অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়িতে ট্যাংক লরি শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মবিরতিতে বাঘাবাড়ি অয়েল ডিপোর প্রধান ফটকে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা প্রতিবাদ সভা করেন। এ সময় তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখায় উত্তরবঙ্গের ১৭টি জেলার জ্বালানি তেল ব্যবহারকারীরা বিপাকে পড়েন। বিশেষ করে বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য ভোগান্তিতে পড়েন ক্রেতারা।
শ্রমিকরা জানান, দ্রুত তাদের নেতা আসলাম আলীকে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে