AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান



আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টিম লিডার মো. ইমরান খান অপু। তিনি জানান, স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। তদন্তে কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে এবং শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. আবুল হাসান ও মো. জসীম উদ্দিন। তারা স্বাস্থ্যসেবার মান, রোগীর ভোগান্তি এবং বহিরাগত ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর অভিযোগগুলো গুরুত্ব দিয়ে যাচাই করেন।

এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, “দুদক কর্মকর্তারা রোগীদের কাছ থেকে অর্থ আদায়, কিংবা বাহিরের ডায়াগনস্টিক সেন্টারে জোরপূর্বক পাঠানো হয় কিনা—এসব বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। আমরা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। রোগীদের সেবার মান বাড়াতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে নানা অভিযোগ ছিল। বিশেষ করে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, অপ্রয়োজনীয় খরচ চাপানো এবং অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

দুদকের হঠাৎ অভিযানে রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি নেমে আসে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নিয়মিত অভিযানে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং অনিয়ম-দুর্নীতি কমে আসবে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!