চুয়াডাঙ্গায় মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার বাগানপাড়ার বাসিন্দা চায়না খাতুন (৬৫) বাড়িতে হেঁটে বেড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে মায়ের মৃত্যুর খবর শুনে ছেলে সাইফুল ইসলাম (৪৫) হাসপাতালে এসে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় ১৫ মিনিটের ব্যবধানেই মা-ছেলে দুজনের মৃত্যুতে হাসপাতালজুড়ে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
চায়না খাতুন ছিলেন বাগানপাড়ার মৃত আলাউদ্দিনের স্ত্রী।
মহিলা সার্জারি ওয়ার্ডে ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন বলেন, “বৃদ্ধাকে ভর্তি করার কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসককে জানানো হয়। পরে জরুরি বিভাগ থেকে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “এসময় ওই নারীর ছেলে তার জন্য ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন। মায়ের মৃত্যুর খবর জানার পর সিঁড়ি দিয়ে নামার সময় তিনি হঠাৎ পড়ে যান। জরুরি বিভাগে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এমন ঘটনা খুব কমই দেখা যায়, আমাদেরও খুব খারাপ লেগেছে। সত্যিই এটি হৃদয়বিদারক।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে