বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “বিএনপিকে শক্তিশালী করতে হবে এবং আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শনিবার (২৩ আগস্ট) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরের বিশ্বরোড কলেজ মোড়স্থ কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, খান্দারপাড় ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম মুন্সী, বাঁশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদ আহম্মেদ ও মর্তুজা মৃধা, দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ, ছাত্রবিষয়ক সম্পাদক এম. ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি ওলিয়ার মুন্সি, রুস্তম মোল্যা, টুকু মেম্বার ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. মিঠু লস্কর ও রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহ্বায়ক রাজিব শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ ও জাহিদুল সরদার, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী মুন্সি, সিনিয়র সহ-সভাপতি অন্তর শিকদার, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যাসহ অন্যান্য নেতাকর্মীরা।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে