AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে সাংবাদিকদের সাথে জামায়াতের নায়েবে আমীরের মতবিনিময় সভা


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৫:১৯ পিএম, ২৩ আগস্ট, ২০২৫

তানোরে সাংবাদিকদের সাথে জামায়াতের নায়েবে আমীরের মতবিনিময় সভা

রাজশাহীর তানোরে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার দুপুরের দিকে পৌর এলাকার আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে সমসাময়িক বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হয়, আবার মিথ্যা ও অপপ্রচারে দেশ ও জাতির সর্বনাশ ঘটে। তাই আপনারা এলাকার সমস্যা, দুর্ভোগ, ছিন্নমুল মানুষের খবর প্রকাশ করে দেশ বা এলাকাকে এগিয়ে নিবেন।

দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে, কিন্তু জুলুম রয়ে গেছে। আমরা তত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছি, যা বাস্তবায়ন হচ্ছে। আগামীতে পিআর পদ্ধতির নির্বাচনও প্রতিষ্ঠিত হবে। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দখলবাজি, মনোনয়ন বানিজ্য, নিয়োগ বানিজ্য, টেন্ডার বানিজ্যসহ যাবতীয় অনিয়ম দূর হবে। একদিন না একদিন পিআর পদ্ধতিতেই এ দেশে নির্বাচন হবে।

জামায়াতকে রাজকারসহ স্বাধীনতা বিরোধী বলে ট্যাগ করা হয়েছে। এই ট্যাগের রাজনীতি করতে গিয়ে দেশ থেকে কিছু নেতারা পালিয়েছে। হাতেগোনা কয়েকজন পালিয়েছে, কিন্তু তাদের সমর্থক কর্মীরা নানা ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামায়াত স্বাধীনতা বিরোধী ছিল না। স্বাধীনতার ৫৪ বছরে তা প্রমাণিত হয়েছে। পরাজিত ফ্যাসিস্টরা ভারতে বসে নানা অপকর্ম করছে। আমরা দেশে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা নৈরাজ্যকারীদের দেখতে চাই না। আপনারা নির্ভয়ে সাদাকে সাদা ও কালোকে কালো বলুন। কোন দলের সামান্য সুযোগ সুবিধার জন্য নিজেদের বিকিয়ে দিবেন না।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি জুয়েল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, কর্মপরিষদ সদস্য প্রফেসর আবুল কালাম আজাদ, পৌর আমীর মাওলানা মুকসেদ আলী, সেক্রেটারি জুয়েল রানা, কাজী মিজানুর রহমান, আফজাল হোসেন, মাহবুর প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!