মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হলো টি ট্যুরিজম প্রসারে করণীয় নির্ধারণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। রাধানগর এলাকার হোটেল প্যারাগনে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্নসচিব মিজ লায়লা আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্নসচিব) মিজ সালেহা বিনতে সিরাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (বিপণন ও আন্তর্জাতিক সম্পর্ক) মুহিবুল ইসলাম।
কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।
অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ফিনলে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরী।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চা সংসদ (বিটিএ) সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জিএম শিবলি, জেরিন চা বাগানের জিএম সেলিম রেজা এবং ফিনলে চা কোম্পানির ডিনস্টন ডিভিশনের জিএম হুমায়ুন কবির।
কর্মশালায় বিভিন্ন হোটেল-মোটেল-রিসোর্টের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, আদিবাসী ও চা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে