গোপালগঞ্জের মুকসুদপুরে আজ শনিবার দুপুরে ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় বরিশালগামী শাওন সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। মুহূর্তেই পানিতে উল্টে থাকা বাসের ভেতর থেকে আর্তচিৎকার ভেসে আসে। স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার কাজে নামেন এবং পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে বের করে আনেন।
আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় বাসে থাকা এক যাত্রী জানান, “আমরা সবাই আতঙ্কে চিৎকার শুরু করি। পানির ভেতরে ডুবে যাচ্ছিলাম। স্থানীয়রা না এলে হয়তো আজ বাঁচতে পারতাম না।”
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের তপারকান্দি অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানান তারা। এ বিষয়ে টেকেরহাট নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জালাল বলেন, “বাসটি খাদে পড়ার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত কেউ মারা যাননি, তবে কয়েকজন গুরুতর আহত।”
এ দুর্ঘটনা শুধু প্রাণহানির ঝুঁকি নয়, ভ্রমণের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। যাত্রীরা বলছেন, সড়কের উন্নয়ন ও চালকদের সচেতনতা না বাড়ালে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে