AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপদেষ্টা মাহফুজের বাবা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত



উপদেষ্টা মাহফুজের বাবা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।

আজিজুর রহমান বাচ্চু মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এতে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

একই প্যানেলে সভাপতি পদে ঢাকার বঙ্গবাজারের ব্যবসায়ী হাজী অলি উল্যাহ ছাতা ২৫৫ ভোট পেয়ে ও সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম মাছ ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্যানেলের প্রার্থীরা পরাজয় বরণ করেন।

নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়া জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “বিএনপির জাতীয় নেতা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!