AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

তারেক রহমান দেশে ফিরবেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন



তারেক রহমান দেশে ফিরবেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

রাজনীতিতে গুণগত যে পরিবর্তন এসেছে, তা তারেক রহমানের বক্তব্য থেকেই স্পষ্ট—এ মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “তারেক রহমান যে কথাগুলো বলছেন, তার ভেতর দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনদর্শনে দেখা স্বপ্নগুলো প্রতিফলিত হচ্ছে।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কাউন্সিলর প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, বিএনপির জাতীয় নেতৃত্বে খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি নির্বাচনে অংশ নেবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। তার কাছ থেকেই নেতাকর্মীরা সাহস, মনোবল ও প্রেরণা পান। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে থাকবেন বিএনপি।

তিনি আরও বলেন, ক্ষমতায় এলে বিএনপি প্রথম এক বছরের মধ্যেই কর্মসংস্থান সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। একদলীয় শাসন ও কর্তৃত্ববাদী রাজনীতির অবসান ঘটিয়ে দেশে নতুন অধ্যায় রচনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমান কাজ করছেন।

আওয়ামী লীগের সমালোচনা করে এ্যানি বলেন, স্বাধীনতার পর থেকে দলটি কখনো গণতান্ত্রিক দলে রূপ নিতে পারেনি। বরং ফ্যাসিস্ট ও স্বৈরাচারী ধারা অনুসরণ করেছে। শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর গুম-খুন ও নির্যাতনের রাজনীতি চালিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে আমাদের কঠিন সংগ্রামে অংশ নিতে হবে। ৫ আগস্টের আগে ১৭ বছরের রাজনীতি আর ৫ আগস্টের পরের রাজনীতি—এ দুটি সময়ের মধ্যে বিরাট পরিবর্তন এসেছে। এ পরিবর্তনই প্রমাণ করে যে, বাংলাদেশকে নতুন করে গড়তে হবে।”

তারেক রহমানের প্রস্তাবিত ২৭ দফা ও পরবর্তীতে ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, “জাতিকে ঐক্যবদ্ধ করা, একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানই নেতৃত্ব দিচ্ছেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান, জেলা বিএনপির সদস্য ভিপি আবদুর রহিম, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, যুগ্ম আহ্বায়ক জিএস মনোয়ার হোসেন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিন্টু, এজিএস আবুল কাশেম, সদস্য আবুল বাশার প্রমুখ।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!