মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি ও প্রখ্যাত সাংবাদিক লায়ন এম.আর. খান মিজান (মিজানুর রহমান খান ডিটু) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল গ্রামের মরহুম জালাল উদ্দিন খান সাহেবের সেঝো ছেলে। লায়ন মিজান ছিলেন নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল এন্ড কলেজের সভাপতি, জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তান, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে