AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে দুদকের আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত



মাগুরার শ্রীপুরে দুদকের আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহযোগিতায় মাগুরার শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে শ্রীপুর আলহাজ্জ আলতাফ হোসেন মহিলা কলেজের সম্মেলন কক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিতার প্রতিপাদ্য নির্ধারণ করা হয় “তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নিমূলের কার্যকর উপায়” এবং রচনা প্রতিযোগিতার বিষয় ছিল “বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দুর্নীতিই প্রধান অন্তরায়”।

প্রতিযোগিতায় উপজেলার শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং রচনা প্রতিযোগিতায় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।

এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, দুদক ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. কাওসার আহমেদ, আলহাজ্জ আলতাফ মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. মঈদুল ইসলাম, কার্যকরী সদস্য ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. সাবিনা ইয়াসমিন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান লাভু ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাচ আলী।

অনুষ্ঠানে চারটি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতার সব অংশগ্রহণকারী দল, বিজয়ী দল এবং রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!