কালীগঞ্জে পৌরসভার আয়োজনে আইইউজিআইপি (I.U.G.I.P) প্রকল্পের অর্থ দ্বারা উন্নয়নমূলক কাজ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় প্রকল্প গ্রহণের মাধ্যমে নগর পরিচালনা, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবার মান উন্নয়ন, জনগণের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, কর্মপরিকল্পনা এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জন সহজ করার বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টরা মতামত প্রদান করেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে