অবশেষে উদ্বোধন হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’।
বুধবার (২০ আগস্ট ) সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬০ মিটার প্রস্থের। প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার কাঠামোয় নির্মিত সেতুটিতে দুটি লেন এবং মোট ৩১টি স্প্যান রয়েছে। বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড) যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করেছে।
সেতুর উদ্বোধনের ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগের পথ উন্মুক্ত হলো। স্বল্প সময়ে ও কম খরচে কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে ছোট ও মাঝারি শিল্পকারখানা স্থাপনের সুযোগ তৈরি হবে।
স্থানীয়দের প্রত্যাশা, এ সেতুকে ঘিরে শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
অন্যদিকে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দর হয়ে কুড়িগ্রামের যোগাযোগ দূরত্ব ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে। ফলে জাতীয় অর্থনীতিতেও সেতুটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে