সিরাজগঞ্জের সলঙ্গায় ১৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০ আগস্ট রাত ১২টার দিকে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় নাটোর-ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এসময় ১৬৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে গাড়িতে বহনপূর্বক দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
গ্রেপ্তারকৃতের নাম মো. সাহাজুল বিশ্বাস (৪৮)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর (পূর্ব মহিষকুন্ডি) গ্রামের মৃত এয়ার আলী বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে