গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৪ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বিপ্লব সাধুকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২০ আগস্ট) রাত ৩টার দিকে কাওরাইদ বাজারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক বিপ্লব সাধু (৫৫) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মৃত নারায়ণ পাগলার ছেলে। আটক হওয়ার পর রাতেই তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, বুধবার রাতে যৌথ বাহিনী বিপ্লব সাধুর নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের সিলিংয়ের ওপর থেকে তিনটি বান্ডিলে পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘর তল্লাশির সময় দেশীয় অস্ত্রও পাওয়া যায়।
ওসি আরও বলেন, বিপ্লব সাধু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

