মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় আলাদাভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান এবং লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজি হাসান রিকু, সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফয়সাল হোসেন।
লৌহজং থানার ওসি মো. ওসমান গনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকরা সবসময় ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। আমার প্রত্যাশা, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। লৌহজং উপজেলায় কোনো অন্যায় বা খারাপ কাজ হলে আমাকে সাথে সাথে জানাবেন। আমি সকলের সহযোগিতা নিয়ে উপজেলা শান্তিপূর্ণ রাখতে আপ্রাণ চেষ্টা করব।
সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল ইমরান প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, গণমাধ্যমকর্মীদের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে। দেশের উন্নয়নে সহায়তা করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন উপস্থিত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন—এটাই আমার প্রত্যাশা। যেকোনো বিষয়ে প্রয়োজনবোধ করলে আমাকে জানাবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লিখবেন এবং কোথাও কোনো অবিচার হলে আমাকে জানালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে