AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন



পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। এ বছর ১৮-২৪ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ পালিত হবে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে গলাচিপা দিঘিতে মাছ অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি গলাচিপা দিঘির পাড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রহমান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপার ডিজিএম মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা উপসহকারী প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী এম. এম. আসাদুজ্জামান আরিফ, মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা তথ্য আপা ইসমত আরা।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব গলাচিপার সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সভাপতি মো. নাজমুল হুদা রিপন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির মুন্সি এবং পৌর মৎস্যদলের সভাপতি মো. জাকির মৃধা।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, প্রান্তিক মৎস্যচাষী ও জেলেরা উপস্থিত ছিলেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। তিনি বলেন, “মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পরেই বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পুকুর, জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধিতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, “প্রাকৃতিকভাবে আমাদের দক্ষিণাঞ্চলে প্রচুর সামুদ্রিক মাছ আহরণ হলেও কৃত্রিমভাবে মাছ চাষ আশানুরূপ হচ্ছে না। খাল-বিল, জলাশয় থাকা সত্ত্বেও মিঠা পানির মাছের চাষ তেমন হয়নি। কৃত্রিমভাবে মাছ উৎপাদন বাড়াতে পারলে দেশের জিডিপি বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। অবৈধভাবে মাছ আহরণে আমরা কঠোর অবস্থানে থাকব।”

অনুষ্ঠানে সফল মাছচাষীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!