ফরিদপুরের চরভদ্রাসন থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে চরভদ্রাসন থানা পুলিশ।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, আহ্বায়ক কমিটির সভাপতি মো. ওহিদুজ্জামান মোল্লা, কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, মনজুরুল হক মৃধা, ওবায়দুল বারি দিপু, মোস্তফা কবির, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাউসর খান, সাইমুন হাফিজসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এ সময় পুলিশ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে সাধারণ মানুষ তাদের এলাকার মাদকসহ নানা অপরাধের তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. রফিকুজ্জামান।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে