বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) শেরপুর জেলা শাখার কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ আগষ্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ৫ম মাসিক সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরে মোঃ রমজান আলীকে সভাপতি করে ১৭ সদস্যের এই কমিটি অনুমোদন করা হয়।
জানা গেছে, চলতি আগষ্ট মাসের ৯ তারিখে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়নুল হক চৌধুরী’র সভাপতিত্বে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) শেরপুর শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটির অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ১২ আগষ্ট শেরপুর সদর হাসপাতাল রোডের মেসার্স রাবেয়া ফার্মেসীর স্বত্বাধীকারী মোঃ রমজান আলীকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে একজন সিনিয়য় সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি এবং ১৩ জনকে কার্যকরী সদস্য রাখা হয়েছে।
এ প্রসঙ্গে নতুন কমিটির সহ-সভাপতি নারায়নপুরের মেসার্স মমিন মেডিকেল হল এর স্বত্বাধীকারী শামিম আহাম্মেদ জানান, জেলার ঔষধ ব্যবসায়ীদের স্বার্থে আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখনও আমরা সোচ্চার রয়েছি। পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) এর কেন্দ্রীর কমিটিকে ধন্যবাদ জানাই।
বর্তমান কমিটির সভাপতি মোঃ রমজান আলী জানান, ঔষধ ব্যবসায়ী এবং ভোক্তার স্বার্থ রক্ষায় নিজের মেধা, মনন ও শ্রম দিয়ে সর্বাত্মকভাবে সেবা করে যাবো ইনশাআল্লাহ। সুন্দর একটি কমিটি শেরপুরবাসীকে উপহার দেয়ায় বিসিডিএস এর কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রতি দিচ্ছি।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

