AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুমকিতে পায়রা নদী ভাঙন রোধে মানববন্ধন


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৭:৩৩ পিএম, ১৬ আগস্ট, ২০২৫

দুমকিতে পায়রা নদী ভাঙন রোধে মানববন্ধন

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামকে পায়রা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আলগী গ্রামের নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে নদীর তীব্র ভাঙনে শতাধিক পরিবার ঘরবাড়ি ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ৫–৬ বছরে প্রায় দুই শতাধিক পরিবারের বসতভিটা, ফসলি জমি, গাছপালা, মসজিদ, মন্দির ও কবরস্থান নদীগর্ভে বিলীন হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অনেক পরিবার পাউবোর বেড়িবাঁধে অস্থায়ীভাবে মানবেতর জীবনযাপন করছে।

এসময় বক্তৃতা করেন- এবি পার্টির জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন, ইউপি সদস্য সরোয়ার শিকদার, সাবেক ইউপি সদস্য সুলতান তালুকদার, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট গাজী নজরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং আশ্রয়ণ প্রকল্পে সুবিধা দেওয়া হবে। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ এজাজুল হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, শিগগির কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব জানান, ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই বাস্তবায়ন হবে।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!