AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ



অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে হিরন শিকদারকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পিতা গোলাম মোস্তফা শিকদার অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাত ১০টার দিকে হিরন শিকদার (৩৬), জগলু মোল্লা (৫০), ইজাজ মোল্লা (৩৫) ও কামাল শেখ (৫০) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে নাউলি সুইচগেট সংলগ্ন সোনাতলায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

পূর্বপরিকল্পিত এ হামলায় মৃত ইনতাজ ফারাজীর ছেলে কামরুল ফারাজী (৫০), মৃত জিতু সরদারের ছেলে নাসির উদ্দিন মিলন (৪৪), মোজাদ্দের মোল্লার ছেলে আনিচুর রহমান ও কাবিজুর (৪৫), মৃত ফুল মিয়ার ছেলে আকবর আলী খাঁন (৬০), মোজাম সরদারের ছেলে চমন সরদার (৩০) সহ প্রায় ৩০ জন সন্ত্রাসী রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, লাঠি ও জিআই পাইপ নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হিরন, কামাল ও জগলুকে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা হিরন ও কামালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গোলাম মোস্তফা শিকদার অভিযোগে উল্লেখ করেন, হামলাকারীরা এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলো। তার ছেলে হিরন এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, "অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Link copied!