বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার থেকে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সমুলপাড়া বিহারী ক্যাম্প থেকে সাবেক কাউন্সিলর মতিউর রহমানের সহযোগী ও যুবলীগ নেতা ভুট্টু (৩৯) এবং পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. বারেক (৬৫)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বাঘানগর এলাকা থেকে উপজেলা তাঁতী লীগের সভাপতি বাবুল মিয়া (৪০), ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ (৩৮), এবং মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী দক্ষিণপাড়া এলাকা থেকে শেখ রাসেল সংসদের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নাইফ মোল্লাকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের শনিবার (১৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে