AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০১:৪৫ পিএম, ১৪ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন বাংলা ভাষাভাষীকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অনুপ্রবেশকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২-এস-এর নিকট দিয়ে ভারতের ১১৯ ব্যাটালিয়ন কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। পরে বিজিবির মহানন্দা চাঁনশিকারী বিওপি’র টহলদল আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে তাদের আটক করে। আটককৃতরা সবাই পুরুষ এবং তারা পূর্বে অবৈধভাবে ভারতে গিয়ে বিভিন্ন স্থানে কাজের সন্ধান করছিলেন বলে জানান বিজিবি কর্মকর্তারা।

আটককৃতরা হলেন—বিল্লাল হোসেন (৩২), যশোরের মনিরামপুর;বিষ্ণু বর্মণ (৩৪), টাঙ্গাইলের ঘাটাইল;রবিউল ইসলাম (৩০), কুমিল্লার লাকসাম;পল্টু শেখ (৩০), খুলনার সোনাডাংগা;আনোয়ার হোসেন (৩৬), রংপুরের কাউনিয়া;টিটু প্রামাণিক (৩০), লালমনিরহাটের আদিতমারী;মেহেদী হাসান মুন্না (২৯), কুষ্টিয়ার ভেড়ামারা;সেলিম (২৯), কুষ্টিয়া;রুলাস (৩২), কুষ্টিয়ার দৌলতপুর;মেহের আলী (৩২), রাজশাহীর বাঘা; রহমত (৪০), পঞ্চগড়ের তেতুলিয়া; তহিল উদ্দিন সিকদার (৪০), ময়মনসিংহের গৌরীপুর; মোশারফ আলী (২১), ঠাকুরগাঁওয়ের হরিপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফ-এর কাছে হস্তান্তর করে, আর বিএসএফ সীমান্তে এনে বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!