চট্টগ্রামের বোয়ালখালীতে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা চারজন রোগী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাতে তিনজন এবং মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আরও একজন হাসপাতালে ভর্তি হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা দাশ জানান, হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুত রয়েছে। সাপে কাটলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।
জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, ভর্তি রোগীরা হলেন—পৌরসভার আবদুল মাবুদ (৩৫), সারোয়াতলীর সোলেমান (৭০), বেঙ্গুরার পারভিন আক্তার (৩৫) এবং পোপাদিয়ার আসমা সুলতানা (১৬)। বর্তমানে তারা চিকিৎসাধীন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে