উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় পানির সমতল রেকর্ড হয় ৫২.২২ মিটার, যা বিপৎসীমার চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।
ডালিয়া ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি পানি প্রবাহ নিয়ন্ত্রণে ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে এবং সতর্ক অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নীলফামারীর ডিমলা ও জলঢাকার একাধিক ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরগ্রাম প্লাবিত হয়েছে। প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি, ফসলি জমি তলিয়ে গেছে। চরাঞ্চলে হাঁটুসমান পানি ঢুকে পড়ায় অনেকে গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু স্থানে সরে যাচ্ছেন।
তিস্তার পানি বৃদ্ধির প্রভাব লালমনিরহাটের হাতিবান্ধা ও কালিগঞ্জেও পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশঙ্কা করছেন, সন্ধ্যার মধ্যে নদীর পানি আরও বাড়তে পারে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে