AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ের বালুবাহী বলগেট চলাচল বন্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:৪৫ পিএম, ১২ আগস্ট, ২০২৫

লৌহজংয়ের বালুবাহী বলগেট চলাচল বন্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহড়ী-তালতলা পদ্মা নদীর সংযোগ খালে অবৈধভাবে বালুবাহী বলগেট চলাচল নিয়ন্ত্রণে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে উপজেলা কার্যালয়ে এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন— লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল ইমরান, থানা অফিসার ইনচার্জ মো. ওসমান গনি, পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান, কোস্ট গার্ড কর্মকর্তা আঃ আউয়াল, সাব ইন্সপেক্টর মো. মামুন, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাবরিনা আবেদীন, মোহাম্মদ শামসুদ্দীন, প্রশান্ত কুমার দত্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. টিটু সিকদার, প্যানেল চেয়ারম্যান মো. মমিন উদ্দিন হিরন, ওয়ার্ড মেম্বার মো. হামিদ চাকলাদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় জনপ্রতিনিধিরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ডহড়ী-তালতলা খালের লৌহজং অংশে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পালা ভিত্তিতে পাহারা দেওয়ার প্রস্তাব দেন, যাতে অবৈধ বালুবাহী বলগেট চলাচল বন্ধ রাখা যায়।

ডহড়ী-তালতলা খালের অবৈধ বালুবাহী বলগেট চলাচলে অতিরিক্ত ঢেউয়ের কারণে খালের দুই পাড় ভেঙে স্থানীয়রা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পূর্বেও চলাচল বন্ধের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হলেও সাময়িক বিরতি দিয়ে আবার চলাচল শুরু হয়েছে।

স্থানীয় জনগণের দাবি, খাল দিয়ে বালুবাহী ট্রলার ও বলগেট চলাচল বন্ধ করে পাড়ের গ্রামগুলোকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, “এই সমস্যা সমাধানে আমি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিশেষ নির্দেশনা দিয়েছি। খাল দিয়ে অবৈধ বালুবাহী ট্রলার বা বলগেট চলাচল থেকে রোধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স রয়েছে।”

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

Link copied!