AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০১:০০ পিএম, ১২ আগস্ট, ২০২৫

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কর্মসূচির সূচনা হয় জুলাই যোদ্ধাদের স্মরণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে। এরপর উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস উল আজাদের সঞ্চালনা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধিরা, যুব উন্নয়ন প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা।

পরে সফল আত্মকর্মী ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। নিয়মিত ঋণ পরিশোধ করায় তিনজনকে সম্মাননা স্মারক এবং একজনকে যুব সাংগঠনিক হিসেবে পুরস্কৃত করা হয়। শপথ বাক্য পাঠ শেষে ১৪ জন প্রশিক্ষণার্থীর হাতে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Link copied!