গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকাল চারটায় কর্ণফুলী টানেল মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দৈনিক দেশের কথা প্রতিনিধি আব্দুল নুর চৌধুরী, দৈনিক ঈশানের সাবেক আনোয়ারা প্রতিনিধি এম নজরুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত ও নিউ নেশনের প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক আমার দেশ ও পূর্বদেশের খালেদ মনছুর, দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন, দৈনিক যুগান্তরের মো. বদরুল হক, দৈনিক সকালের সময় ও বাংলাধারার মহিউদ্দিন মনজুর, দৈনিক আলোকিত প্রতিদিনের মোহাম্মদ এনামুল হক, এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার এমডিএইচ রাজু, দৈনিক ভোরের ডাকের ইমরান বিন ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন ও এম টিভির মো. আরাফাত, প্রবাসী নিউজের মো. সাইফুল ইসলাম, দৈনিক সময়ের কাগজের মো. ফখরউদ্দিন, দৈনিক সমাবেশের মো. ফোরকান উদ্দিন, দৈনিক সকালের শিরোনামের মো. জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, হত্যার মাধ্যমে সাংবাদিকদের কলম থামানো যাবে না। যেভাবে সাগর-রুনি দম্পতির হত্যার পরও সাংবাদিকরা ভীত হননি, তেমনি তুহিন হত্যার পরও তারা সাহসিকতা বজায় রাখবেন। সাংবাদিক খালেদ মনছুর বলেন, অন্তর্বর্তী সরকার যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা সাংবাদিকদের ওপর আরও হামলা চালাতে পারে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
প্রবীন সাংবাদিক ও দৈনিক দেশের কথা প্রতিনিধি আব্দুল নুর চৌধুরী বলেন, সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। যারা ফ্যাসিবাদী ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে যেন তারা আনোয়ারার সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে না পারে। তাই সকল সাংবাদিককে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

