কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে মোংলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট ) সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মোংলা উপজেলা ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ইসলামী সাহিত্য ও ছাত্রশিবিরের পরিচিতি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
মোংলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম তামিমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সরদার, জেলা শিবিরের সভাপতি হাওলাদার মোর্শেদ আলম, মানবসম্পদ উন্নয়ন ব্যবস্থাপক সম্পাদক আব্দুল্লাহ আল সিনান, পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জহির উদ্দিন বাবর মোসাল্লি, জামায়াত নেতা আনিছুর রহমানসহ উপজেলা জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা এবং কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তারা। বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টায়। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই জীবনের উদ্দেশ্য স্থির করে সমাজ ও দেশের জন্য এগিয়ে যেতে হবে।
আলোচনা শেষে প্রায় সাড়ে ৩ শ কৃতি শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে