গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা হলেও পরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার কিছুক্ষণ আগে তুহিন নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশনে লিখেছিলেন: “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য—গাজীপুর চৌরাস্তা।” এর কিছুক্ষণ পরই তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন।
এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এবং লোকজনের সামনেই গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।
বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে।
এই প্রকাশ্য হত্যাকাণ্ড ঘিরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং দ্রুত বিচারের দাবি তুলেছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে