AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন



পীরগঞ্জে পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অন্যায়ভাবে কর্মচারীদের চাকরিচ্যুত করা ও শিক্ষার্থীদের ১১ দফা দাবি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও চাকরিচ্যুত কর্মচারীদের পরিবারের ব্যানারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান শিক্ষক শাহজালাল সাজু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। বিদ্যালয়ের দোকানপাটের ভাড়ার অর্থ তিনি নানা কৌশলে ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন। এছাড়া কর্মচারীদের খেয়ালখুশিমতো চাকরি থেকে বাদ দিচ্ছেন, যার ফলে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।

বক্তারা আরও বলেন, গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় সংস্কারসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়। এক বছর পেরিয়ে গেলেও কোনো দাবি বাস্তবায়ন হয়নি। বিদ্যালয়ের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রধান শিক্ষকের অপসারণ চান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহমেদ সোয়ান, সাংবাদিক বাদল হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. রুবেল, সাদ্দাম, রাকিব, শিক্ষার্থী নাফিস ইকবাল ও চাকরিচ্যুত কর্মচারী বনমালী প্রমুখ।

এ বিষয়ে প্রধান শিক্ষক শাহজালাল সাজু জানান, "নিয়ম ভেঙে কিছু করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।"

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে রয়েছেন, পরে কথা বলবেন।

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!