AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদন সরকারি কলেজ ছাত্রদলের ৩৯ সদস্যের কমিটি ঘোষণা


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৬:২৮ পিএম, ৭ আগস্ট, ২০২৫

মদন সরকারি কলেজ ছাত্রদলের ৩৯ সদস্যের কমিটি ঘোষণা

নেত্রকোনার মদন উপজেলার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ছাত্রদলের ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ছাত্রদলের নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সৈয়দ মিঠুকে সভাপতি ও মাহমুদুল হক সাদী (আবির) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল হোসেন ভূঁইয়া জাপান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সামিউল আলম সামি, দপ্তর সম্পাদক সোহাগ মিয়া এবং প্রচার সম্পাদক তালাত তালহা তাসিম।

নবগঠিত কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু প্রতিক্রিয়ায় বলেন, “দক্ষ ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে এই কমিটি গঠনের মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত। ছাত্রদল একটি সুশৃঙ্খল ও সংগ্রামী ছাত্রসংগঠন। সবসময়ই অপশক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থেকেছে। এই নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা করছি।”

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!