AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“সাপে কাটলে দ্রুত বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসুন”—ডা. জাফরিন জাহেদ জিতি



“সাপে কাটলে দ্রুত বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসুন”—ডা. জাফরিন জাহেদ জিতি

বর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে সাপের উপদ্রব বেড়েছে। সম্প্রতি বোয়ালখালীতে সাপের কামড়ে এক তরুণের মৃত্যু স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে “সাপে কাটা রোগী কীভাবে এবং কোথায় চিকিৎসা পাবে?”—এই প্রশ্নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির কাছে জানতে চাওয়া হয় বোয়ালখালীতে সাপে কাটা রোগীর চিকিৎসা-সুবিধা সংক্রান্ত বর্তমান প্রস্তুতি সম্পর্কে।

ডা. জাফরিন বলেন, “আমরা অ্যান্টিভেনমসহ সাপে কাটা রোগীর চিকিৎসা সামগ্রী প্রস্তুত রেখেছি। আমাদের সকল চিকিৎসককে সাপে কাটা রোগীর চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া, যেকোনো সময় চিকিৎসকরা যাতে বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারেন, সে জন্য একজন মেডিসিন বিশেষজ্ঞকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২৪ ঘণ্টা চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেবেন।”

তবে তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে আইসিইউ সাপোর্ট না থাকায় জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফার করতে হতে পারে। এ ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়ার পরই রোগীকে পাঠানো হবে।

স্থানীয়দের উদ্দেশ্যে ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, “সাপে কাটলে কোনো অবহেলা না করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসবেন কিংবা চিকিৎসকের পরামর্শ নেবেন। এখানে সময় নষ্ট না করাটাই জীবন বাঁচানোর মূল চাবিকাঠি।”

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!