AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় যুবদলের জেলা কমিটি গঠন



ভোলায় যুবদলের জেলা কমিটি গঠন

জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মো. আব্দুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার (৪ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানান।

নতুন কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ১২ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১৫ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ৮ জন সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৫৫ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

এ ছাড়া যুবদলের ভোলা সদর থানা শাখার জন্য ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল লতিফ টিটু এবং সদস্যসচিব হয়েছেন মো. বেলাল হোসেন।

অন্যদিকে, ভোলা সদর পৌর শাখার জন্যও ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াদ হাওলাদার এবং সদস্যসচিব মো. সগির আহমেদ।

ভোলা জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মো. জামাল উদ্দিন লিটন বলেন, এর আগে ভোলা জেলা যুবদলের ‘সুপার ফাইভ’ নামে একটি ছোট পরিসরের কমিটি ছিল। এবার কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে সদর থানা ও পৌর শাখায় নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। তিনি বলেন, নবগঠিত কমিটি জেলার যুবদলের কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!