AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে সভা অনুষ্ঠিত



মধ্যনগরে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির নির্দেশে পর্যায়ক্রমে ওয়ার্ড কমিটির ফর্ম বিতরণ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন আহ্বায়ক কমিটির দায়িত্বশীল নেতারা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নেরও আশ্বাস দেওয়া হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

বুধবার (৬ আগস্ট) ১ নম্বর ওয়ার্ডের রংচী বাজার এবং ২ নম্বর ওয়ার্ডের সাতুর নতুন বাজারে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়ার সভাপতিত্বে এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহেবুর আলম, মো. ইনামুল গণি রুবেল, মো. নেকবর হোসেন, মো. সানোয়ার হোসেনসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, "স্বাধীন বাংলাদেশের বৈষম্য দূরীকরণে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তুলতে হবে। এজন্য তৃণমূলের নিবেদিতপ্রাণ ও শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের কমিটিতে ঠাঁই দিতে হবে।"

তারা আরও বলেন, “তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করে প্রতিটি ওয়ার্ডে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ফ্যাসিবাদমুক্ত কমিটি গঠনই আমাদের লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে দলের হাইকমান্ডের কর্মসূচি বাস্তবায়নে আমরা দ্রুত ওয়ার্ডভিত্তিক কার্যকর কমিটি গঠনে কাজ করে যাচ্ছি।”

বক্তারা জানান, কোনো ধরনের ভুল সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠন গোছানোর কার্যক্রম শুরু হয়েছে এবং উপজেলার প্রতিটি ওয়ার্ডে দলকে নতুনভাবে গড়ে তুলতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!