শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও সদর উপজেলা বিএনপির সদস্য মীর মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ডুবারচর কড়ইতলা থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়ে জেলা র্যালিতে যোগ দেয়।
মিছিলে বক্তৃতাকালে মীর মোঃ জাকির হোসেন বলেন, “এই বিজয় র্যালি শুধুমাত্র একটি উৎসব নয়; এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই তরুণ শহীদদের, যারা ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য জীবন দিয়েছেন।”
মিছিলে উপস্থিত ছিলেন জেলা মৎসজীবী দলের সদস্য সচিব কামরুল হাসান, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর-ই-আলম মনির, কামারেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান চাঁন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকরাম, সদস্য সচিব মনছুর ইসলাম মনির, ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজুল ইসলাম ও সদস্য সচিব ওয়াসিম প্রমুখ।
তারা বলেন,“জুলাই শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন ফিরবে, খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।”
এছাড়া তারা উল্লেখ করেন, “বিগত স্বৈরাচার সরকারের অধীনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র চরম হুমকির মুখে ছিল। দেশের মানুষ এই স্বৈরাচারী শাসন চায়নি বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। নতুন প্রজন্মের নেতৃত্বে আসছে গণঅভ্যুত্থান, যা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রথম বিজয়। আমরা সব সময় প্রস্তুত যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে।”
বিজয় র্যালি ও সমাবেশে ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। গোটা এলাকা মুখরিত হয় ‘গণতন্ত্র চাই’, ‘নির্বাচন চাই’ ও ‘স্বাধীনতা চাই’ ধরনের স্লোগানে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে