নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে র্যালিটি উপজেলা খাদ্য অফিসের সামনে থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঞা দুলাল।
র্যালি শেষে পথসভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক। প্রধান অতিথির বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন ভূঞা দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলী আহমেদ (সাবেক যুগ্ম সম্পাদক, কেন্দুয়া উপজেলা বিএনপি), ফরিদ আহমেদ (আহ্বায়ক, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল), ইয়াকুব আলী ভূঞা জুয়েল (সাবেক সভাপতি, কেন্দুয়া উপজেলা যুবদল), শামসুল হুদা বাচ্চু (সাবেক চেয়ারম্যান, ৩ নম্বর দলপা ইউনিয়ন), মোস্তাফিজুর রহমান খোকুমনি (সাবেক চেয়ারম্যান, ৭ নম্বর মাসকা ইউনিয়ন), শাওন খন্দকার জুয়েল (আহ্বায়ক, কেন্দুয়া পৌর বিএনপি), মো. কামরুজ্জামান রিপন (যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল), মিজানুর রহমান স্বপন, হারুন অর রশীদ ভূঁইয়া, জহিরুল ইসলাম ভূঁইয়া অপু (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল) প্রমুখ।
বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঞা দুলাল তার বক্তব্যে বলেন, “স্বৈরাচার এরশাদ জনগণের ভোট লুণ্ঠন করেছিল, কিন্তু টিকে থাকতে পারেনি। খুনি শেখ হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল, ফ্যাসিস্ট উপাধি পেয়ে জনগণ থেকে ধিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে জনগণ আবার গর্জে উঠবে।”
তিনি আরও বলেন, “টালবাহানা না করে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী দ্রুত নির্বাচন দিন।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে